স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন?
স্মারকলিপিকে কোম্পানির সনদ বলা হয় কেন?
স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান, যাতে কোম্পানির মৌলিক বিষয়াবলি (কোম্পানির উদ্দেশ্য, কার্যক্ষেত্র ও ক্ষমতার সীমা প্রভৃতি) লিপিবদ্ধ থাকে।
কোম্পানির মূল দলিল হিসেবে স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সদস্যদের সম্মতি উল্লেখ থাকে। এটি ছাড়া কোনো কোম্পানি সরকারি অনুমতি পায় না। এর মাধ্যমে কোম্পানি তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক তৈরি করে।
এসব কারণে স্মারকলিপিকে কোম্পানির মূল সনদ বা সংবিধান বলা হয়।