স্মারকলিপি কোম্পানির মূল্যবান দলিল – ব্যাখ্যা কর।
স্মারকলিপি কোম্পানির মূল্যবান দলিল – ব্যাখ্যা কর।
স্মারকলিপি হলো কোম্পানির মূল্যবান দলিল যার মধ্যে কোম্পানির মৌলিক বিষয়াবলি লিপিবদ্ধ থাকে।
কোম্পানির মূল দলিল হিসেবে স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সদস্যদের সম্মতি উল্লেখ থাকে। এর মাধ্যমে কোম্পানি তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক তৈরি করে। এটি ছাড়া কোনো কোম্পানি সরকারি অনুমতি পায় না।
এজন্য একে কোম্পানির মূল্যবান দলিল বলা হয়।