কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?

কেন্দ্রীয় সমবায় সমিতি বলতে কী বোঝায়?

কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় সমবায় সমিতি।

এতে কোনো ব্যক্তি সদস্য হতে পারে না। কমপক্ষে ১০টি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। এ সমবায় সমিতির উদ্দেশ্য হলো সদস্য সমিতিগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করা। এছাড়া এটি সমিতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। মূলত কেন্দ্রীয় সমবায় সমিতি কোনো থানা, এলাকা বা অঞ্চলে অবস্থিত প্রাথমিক সমিতিসমূহের কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করে।