অংশীদারের অসীম দায় সম্পর্কে লেখ।

অংশীদারের অসীম দায় সম্পর্কে লেখ।

অংশীদারি ব্যবসায়ে নিয়োজিত মূলধনের বাইরেও অংশীদারদের দায় সৃষ্ট হওয়াকে অংশীদারদের অসীম দায় বলে।

এক্ষেত্রে ব্যবসায়িক দায়ের জন্য ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ হয়ে থাকে। এ দায়ের কারণে দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদার দেউলিয়া হলে তার দায়ও অবশিষ্ট অংশীদারদের বহন করতে হয়। তাই অংশীদারী ব্যবসায়ের দায় অসীম।

Similar Posts