সমবায় সমিতিকে কেন গণতান্ত্রিক সংগঠন বলা হয়?

সমবায় সমিতিকে কেন গণতান্ত্রিক সংগঠন বলা হয়?

যে সংগঠনে সিদ্ধান্ত নেওয়ার সময় সকল সদস্যের সাথে আলাপ-আলোচনা করা হয় ও মতামতের মূল্যায়ন করা হয়, তাকে গণতান্ত্রিক সংগঠন বলে।

এ সমিতির ক্ষেত্রে গণতান্ত্রের নীতিতে সদস্যদের অটল থাকতে হয়। এক্ষেত্রে সদস্যরা সব কাজে সকলের পরামর্শ নিয়ে থাকেন। এছাড়া সমিতি পরিচালনার ক্ষেত্রে সকলের অধিকার সমান থাকে। এখানে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকে না।

গণতান্ত্রিকভাবেই সমিতির সব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রত্যেকে পরামর্শ দেওয়ার সুযোগ ও অধিকার পান। আবার, শেয়ার সংখ্যা একের বেশি হলেও গণতন্ত্রের আলোকে প্রত্যেকে একটি মাত্র ভোট দেওয়ার অধিকারী হন। তাই সমবায় সমিতিকে গণতান্ত্রিক সংগঠন বলা হয়।

Similar Posts