অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা উত্তম কেন?
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা উত্তম কেন?
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকারের মাধ্যমে নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করাকে বোঝায়।
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হলে, পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। এছাড়া, অধিকার প্রতিষ্ঠার জন্য অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায়।
আবার, সদস্যদের চুক্তি পালনে বাধ্য করা যায়। কিন্তু অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হলে এসব সুবিধা পাওয়া যায় না। তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ই উত্তম।