সমবায় সমিতির সমভোটাধিকার নীতিটি ব্যাখ্যা কর।
সমবায় সমিতির সমভোটাধিকার নীতিটি ব্যাখ্যা কর।
সমবায় সমিতিতে সদস্যরা একের বেশি সংখ্যক শেয়ার কিনলেও প্রত্যেকে একটি মাত্র ভোট দেওয়ার অধিকারী হবেন, এটিই হলো সমভোটাধিকার নীতি।
সমবায় সমিতি হচ্ছে সাম্যের প্রতীক। অর্থাৎ এখানে সকলেই সমান। সাম্য সমিতি হচ্ছে সাম্যের প্রতীক। অর্থাৎ এখানে সকলেই সমান। সাম্য সমবায় সমিতির অন্যতম মূলমন্ত্র বা মূল ভিত্তি। সমিতিতে ভোটের ক্ষেত্রেও এর প্রয়োগ হয়। এক্ষেত্রে একটির বেশি শেয়ার কিনলেও প্রত্যেক সদস্য একটি ভোটই দিতে পারবেন।
অর্থাৎ সকলের ভোটের অধিকার সমান থাকে।