পরিমাপক ফ্লাস্ক কী?
পরিমাপক ফ্লাস্ক কী?
চোঙাকৃতির এক মুখ বন্ধ ও অন্য মুখ খোলা মিলিলিটারে দাগাঙ্কিত মোটা কাচনল যার সাহায্যে ল্যাবরেটরিতে তরল পরিমাপ করা হয় তাকে পরিমাপক ফ্লাস্ক বলে।
চোঙাকৃতির এক মুখ বন্ধ ও অন্য মুখ খোলা মিলিলিটারে দাগাঙ্কিত মোটা কাচনল যার সাহায্যে ল্যাবরেটরিতে তরল পরিমাপ করা হয় তাকে পরিমাপক ফ্লাস্ক বলে।
বুঙ্গি ব্যালেন্সের দুটি বৈশিষ্ট্য লিখ। বুঙ্গি ব্যালেন্সের বৈশিষ্ট্য – এটি বীম, নব, পাল্লা, স্তম্ভ, দণ্ড, স্কেল, নির্দেশক নাট, রাইডার প্রভৃতি অংশ নিয়ে গঠিত। এ ব্যালেন্স হস্ত চালিত।
সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ফ্যাটি এসিডের লবণ। সাবান তৈরির কাঁচামাল তেল বা চর্বি। সাবানায়ন প্রক্রিয়ার মাধ্যমে চর্বি থেকে সাবান থেরি হয় এবং উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারল। সাবান তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সমূহ নিম্নরূপঃ তেল ও চর্বি সোডিয়াম সিলিকেট কস্টিক সোডা সোডিয়াম বাই কার্বনেট ট্রাই সোডিয়াম ফসফেট রঞ্জক ও সুগন্ধি সোডা অ্যাশ। সাবান কি (What is soap) সাবান হচ্ছে উচ্চতর…
পর্যায় সারণির মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন? পর্যায় সারণির মৌলগুলোর বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস থেকে সহজে জানা যায়। কিছু যুক্তি দেখানো হলো – একই শ্রেণির মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একই রকম। যেমন – গ্রুপ – 1 এর মৌলগুলোর প্রত্যেকের সর্বশেষ শক্তিস্তরে 1 টি করে ইলেকট্রন বিদ্যমান। কোন শক্তিস্তরে কতটি মৌল অবস্থান করবে তা ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই…
ক্ষারের সাথে P₂O₃ এর বিক্রিয়া ক্ষারীয় দ্রবণ (যেমনঃ NaOH) এর সাথে ফসফরাস ট্রাই অক্সাইড বিক্রিয়া করে ধাতব ফসফেট (যেমনঃ সোডিয়াম ফসফেট) ফসফিন ও পানি উৎপন্ন করে। 2P₂O₃+9NaOH → 3Na₃PO₄+ PH₃ + 3H₂O
অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে? অগ্নি নির্বাপক যন্ত্রে CO2 গ্যাস থাকে।
কাঁচা ফল টক হওয়ার কারণ কাঁচা ফলে বিভিন্ন প্রকার জৈব এসিড থাকে। যেমন- সাইট্রিক এসিড, টারটারিক এসিড, ফরমিক এসিড ইত্যাদি। আবার কিছু কিছু ফলে সামান্য পরিমাণে অজৈব এসিডও পাওয়া যায়। যেহেতু এসিডগুলো টক স্বাদ যুক্ত কাজেই কাঁচা ফল টক স্বাদ যুক্ত হয়। ফল পাকলে মিষ্টি হয় কারণ পাকা ফলে চিনি থাকে। তাই পাকা ফল…