ভূগোল

প্রমাণ অক্ষরেখা কাকে বলে?

1 min read

প্রমাণ অক্ষরেখা কাকে বলে?

ভূগোলকের যে অক্ষরেখা বরাবর শঙ্কু বা বেলন তল স্পর্শক রূপে অবস্থান করে সেই অক্ষরেখাকে প্রমাণ অক্ষরেখা বলে।

প্রমাণ অক্ষরেখার বৈশিষ্ট্য

প্রমাণ অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো –

১) প্রমাণ অক্ষরেখার সুনির্দিষ্ট ব্যাসার্ধ থাকে।

২) প্রমাণ অক্ষরেখার স্কেল ঠিক থাকে এবং মানচিত্রের এই অক্ষরেখার দৈর্ঘ্য সৃজনী ভূগোলকের ওই অক্ষরেখার দৈর্ঘ্যের সমান হয়।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x