পিপেটকে আয়তনমাত্রিক পরিমাপক বলা হয় কেন?
পিপেটকে আয়তনমাত্রিক পরিমাপক বলা হয় কেন?
যে সব সরু কাচের নলের নিচের সূক্ষ্ম ছিদ্রযুক্ত মুখ দিয়ে তরল কেমিক্যাল বের হয় তাকে পিপেট বলে।
এটি তরল রাসায়নিক পদার্থ বা ডিস্টিল ওয়াটার অল্প পরিমাণে পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন তরল পদার্থ পরিমাপের জন্য পিপেট ব্যবহার করা হয়। পিপেট দুই ধরনের হয়ে থাকে। যেহেতু পিপেটের সাহায্যে তরল পদার্থ পরিমাপ করা হয়।
সুতরাং এটি দ্বারা তরলের আয়তনই পরিমাপ করা হয়। যেহেতু পিপেটের দ্বারা আয়তন পরিমাপ করা হয় তাই পিপেট কে আয়তন মাত্রিক পরিমাপক বলা হয়।