স্প্যাচুলা কী?
স্প্যাচুলা কী?
ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষণে কঠিন বিকারক বা অধঃক্ষেপ স্থানান্তরের জন্য সাধারনত 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি যে ধারক দণ্ড ব্যবহৃত হয় তাকে স্প্যাচুলা বলে।
ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষণে কঠিন বিকারক বা অধঃক্ষেপ স্থানান্তরের জন্য সাধারনত 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি যে ধারক দণ্ড ব্যবহৃত হয় তাকে স্প্যাচুলা বলে।
মৌলিক ও যৌগিক পদার্থ (Elements and Compounds) মৌলিক পদার্থ তোমরা নিশ্চয় সোনা, রূপা বা লোহা দেখেছ। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙ না কেন সেখানে সোনা ছাড়া আর কিছু পাবে না। রূপা এবং লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।…
ক্লিনিং মিক্শ্চার কি? ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
আকরিক কি? যে সকল খনিজ হতে লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে।
দ্রাব্যতা গুণফল কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহের গ্রাম প্রতি লিটার বা মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফলকে সংশ্লিষ্ট লবণের দ্রাব্যতার গুণফল বলে।
পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর (Atomic Mass or Relative Atomic Mass) কোনো মৌলের পরমাণুর ভরসংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভরসংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণসংখ্যা। কিন্তু কপারের পারমাণবিক ভর 63.5 আর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এটা কীভাবে সম্ভব? আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর। সেটি কী? বা তার দারকারই…
আয়নিক যৌগসমূহ উচ্চ গলনাংক ও স্ফূটনাংক বিশিষ্ট হয় কেন? আয়নিক যৌগে প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। আয়নিক যৌগকে তরল করতে হলে অনেক বেশি তাপের প্রয়োজন। অধিক তাপে আয়নগুলো কম্পন দ্বারা বিপরীত আধানযুক্ত আয়নের আকর্ষণকে অতিক্রম করে মোটামুটি মুক্তভাবে বিচরণ করতে পারে। এদের বাষ্পীভূত করতে বিপরীত আধানযুক্ত আয়নের আকর্ষণ সম্পূর্ণরূপে ছিন্ন…