বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য

বায়ুমণ্ডল কাকে বলে?

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূ-পৃষ্ট থেকে ১০০০ কিমি উপর পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঢেকে রেখেছে তাকে বায়ুমন্ডল বলে।

ভূ-পৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলে বায়ুমণ্ডল।

পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায়, যা পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ঢেকে রাখে। একে আবহমণ্ডলও বলা হয়। এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে।

 

বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন (প্রায় ৭৮%) এবং অক্সিজেন (প্রায় ২১%)। আর্গন, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, মিথেন, নিয়ন, ওজোন, জেনন প্রভৃতি গ্যাসীয় উপাদানও বায়ুমণ্ডলে আছে, তবে অল্প পরিমাণে। এগুলি ছাড়া বায়ুমণ্ডলে সামান্য জলীয় বাষ্প ও কিছু ধূলিকণাও আছে।

 

বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য

  • বায়ুমণ্ডলের ভর ও চাপ আছে। এই চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 7 kg।
  • বায়ু উচ্চভাবে সম্প্রসারণশীল ও সংকোচনশীল।
  • বায়ুমণ্ডল মহাজাগতিক রশ্মি শোষণ করে। ফলে এ রশ্মির ক্ষতিকারক প্রভাবে পৃথিবীর জীব ও উদ্ভিদের ক্ষতি হয় না।
  • বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রার সমতা রক্ষা করে। বায়ুমণ্ডল সূর্যের অবলোহিত রশ্মি শোষণ করে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে। ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হয় না।

Similar Posts