লব্ধি কাকে বলে?
লব্ধি বলতে সাধারণত সমষ্টি বা যোগফল বুঝায়।
দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়। যার ক্রিয়ার ফল ঐ বস্তুর উপর নির্দিষ্ট বল গুলোর মিলিত ক্রিয়া ফলের সমান হয়। তাহলে ঐ একক বলকে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধি বল বলে।