ট্রপিক চলন কাকে বলে? | ট্রপিক চলনের প্রকারভেদ
ট্রপিক চলন কাকে বলে?
বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়া হিসাবে উদ্ভিদের কোনও অংশের বাঁকানো বা চলাচলকে ট্রপিক চলন বলে।
বহিঃউদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনার সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলে।
যেমনঃ আলোর প্রভাবে কাণ্ডের আলোর দিকে চলন ঘটে।
ট্রপিক চলনের প্রকারভেদ
ট্রপিক চলনকে পাঁচভাগে ভাগ করতে পারি।
ফটোট্রপিক চলনঃ যে প্রকার ট্রপিক চলনে উদ্দীপক হিসেবে আলোক কাজ করে, তাকে ফটোট্রপিক চলন বলে। যেমন – উদ্ভিদের কান্ড আলোর দিকে এবং মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়। পাতা আলোর সঙ্গে সমকোণে বর্ধিত হয়।
হাইড্রোট্রপিক চলনঃ বাহ্যিক উদ্দীপক জলের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, তাকে হাইড্রোট্রপিক চলন বলে।
জিয়োট্রপিক চলনঃ অভিকর্ষ বলের প্রভাবে সংঘটিত উদ্ভিদের ট্রপিক চলনকে জিয়োট্রপিক চলন বলে। যেমন – সাধারণ উদ্দীপকের প্রভাবে সংঘটিত ট্রপিক চলনকে থিগমোট্রপিক চলন বলে। যেমন – কুমড়ো এবং লাউ গাছ আকর্ষের মাধ্যমে কোনো অবলম্বন পেঁচিয়ে থাকে এবং ক্রমশ ওপরে ওঠে।
কেমোট্রপিক চলনঃ রাসায়নিক পদার্থের প্রভাবে সংঘটিত উদ্ভিদের ট্রপিক চলনকে কেমোট্রপিক চলন বলে। যেমন – রাসায়নিক উদ্দীপকের প্রভাবে ফুলের পরাগরেণু গর্ভদন্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে ডিম্বাশয়ে এসে পৌঁছার মাধ্যমে নিষেক ঘটায়।