ব্রাইন কী?
ব্রাইন কী?
সোডিয়াম ক্লোরাইডের (NaCl) এর জলীয় দ্রবণকে ব্রাইন বলে।
সোডিয়াম ক্লোরাইডের (NaCl) এর জলীয় দ্রবণকে ব্রাইন বলে।
সংকেত কাকে বলে? নির্দিষ্ট প্রতীক ও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে একটি বস্তু বা পদার্থকে বা জিনিসকে সংক্ষিপ্ত আকারে পূর্ণভাবে প্রকাশের রূপকে সংকেত বলে। বিজ্ঞানে সংকেত বলতে একটি পদার্থের পরিমাণ বুঝানোর সংক্ষিপ্ত উপায়কে সংকেত বলে। যেমন, পানির বৈজ্ঞানিক রাসায়নিক সংকেত হচ্ছে H2O। পানির এই সংকেত দ্বারা বুঝায় যে, পানিতে দুইটি হাইড্রোজেন (H) পরমাণু ও একটি অক্সিজেন (O) পরমাণু আছে। অর্থাৎ,…
রিসাইকেলিং কি? ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে রিসাইকেলিং বা পুর্নব্যবহার বলে।
অতিরিক্ত বিক্রিয়ক কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে প্রত্যেক বিক্রিয়ক তুল্য পরিমাণে ব্যবহার করা সম্ভব না। কোনো রাসায়নিক বিক্রিয়ায় তুল্য পরিমাণ অপেক্ষা যে বিক্রিয়ক বেশি থাকে ঐ বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণ অবশিষ্ট থাকে। এ বিক্রিয়ককে অতিরিক্ত বিক্রিয়ক বলে। আর যে বিক্রিয়ক তুল্য পরিমাণ অপেক্ষা কম থাকে ও বিক্রিয়ায় সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নিঃশেষ…
ক্ষার কাকে বলে? যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকেই ক্ষার বলে। অর্থাৎ ক্ষার একটি ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় ধাতব ধাতুর উপাদানগুলির একটি মৌলিক হাইড্রোক্সাইড বা আয়নিক লবণ, যা পানিতে দ্রবণীয়। উদাহরণস্বরূপ, সোডিয়াম হাইড্রোক্সাইড = NaOH পটাসিয়াম হাইড্রোক্সাইড = KOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড = Ca(OH)2 ক্যালসিয়াম কার্বনেট = CaCO3 এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড = Mg(OH)2 ইত্যাদি।
পলিস্যাকারাইড কাকে বলে? যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে অনেকগুলি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে পলিস্যাকারাইড বলে। এরা পানিতে অদ্রবণীয় ও স্বাদহীন। যেমনঃ স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।
ফর্মালিন কি? ফর্মালিন মূলত ফর্মালডিহাইড (HCHO) এর 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইড বা মিথান্যাল (ইংরেজি: Formaldehyde, Methanal) এক ধরনের রাসায়নিক যৌগ। ফরমালডিহাইড বা মিথান্যাল (H-CHO) এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। বর্ণহীন ও দূর্গন্ধযুক্ত গ্যাস হিসেবে এর সবিশেষ পরিচিতি রয়েছে। এটি আগুনে জ্বলে এবং বিষাক্ত পদার্থবিশেষ।