পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন?
পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন?
একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন এবং কেন্দ্রের বাহিরে কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী মৌলিক কণিকা। আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। পরমাণুতে এ ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা সমান থাকায় পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়।