স্থির কক্ষপথে থাকাকালে ইলেকট্রন স্থির অবস্থায় থাকে কী?
স্থির কক্ষপথে থাকাকালে ইলেকট্রন স্থির অবস্থায় থাকে কী?
স্থির কক্ষে থাকাকালীন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এ আবর্তনের সময় ইলেকট্রনের গতির সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়মকেই অনুসরণ করে তবে এক কক্ষ পথ থেকে অন্য কক্ষে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে।
অর্থাৎ স্থির কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে।