গম চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

গম চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

১) উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা হয়।

২) দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো।এঁটেল – দোআঁশ মাটিতেও গমের চাষ হয়।

৩) বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও গমের আবাদ হয়।

৪) বাংলাদের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওর – বাঁওড় ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না।

৫) যে মাটিতে pH (অম্লাত্মক – ক্ষারত্মক)। মাত্রা ৬.০ থেকে ৭.০ সেসব মাটিতে গম ভালো হয়।

Similar Posts