Modal Ad Example
হিসাববিজ্ঞান

একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা কর।

1 min read

একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম কথাটি ব্যাখ্যা কর।

একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়ই হলো একমালিকানা ব্যবসায়।

একমালিকানা ব্যবসায়ের মালিক নিজেই নিয়ন্ত্রক। ব্যবসায়ে অন্য কোনো অংশীদার না থাকায় যাবতীয় দায়-দেনার জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকে। প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও তাকে ব্যবসায়ের দায়-দেনা পরিশোধ করতে হয়। এজন্যই বলা হয়, একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x