অংশীদারি ব্যবসায়ে চূড়ান্ত সদ্বিশ্বাস উপাদানটি ব্যাখ্যা কর।
অংশীদারি ব্যবসায়ে চূড়ান্ত সদ্বিশ্বাস উপাদানটি ব্যাখ্যা কর।
অংশীদাররা চুক্তিবদ্ধ হলেই অংশীদারি ব্যবসায়ে চূড়ান্ত সদ্বিশ্বাসের জন্ম হয়।
অংশীদারদের পারস্পরিক বিশ্বাসের ওপর অংশীদারি ব্যবসায় টিকে থাকে। চূড়ান্ত সদ্বিশ্বাসের কারণে অংশীদাররা ব্যবসায় সংক্রান্ত বিষয়ে একে অন্যের প্রতিনিধি হিসেবে কাজ করে। এ বিশ্বাসের ওপর ভিত্তি করে অংশীদারী ব্যবসায়ের সৃষ্টি হয়। আবার বিশ্বাসের ঘাটতি হলে ব্যবসায়ের পরিসমাপ্তিও হতে পারে।