এদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠার প্রেক্ষাপট ব্যাখ্যা কর।

এদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠার প্রেক্ষাপট ব্যাখ্যা কর।

রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।

স্বাধীনতার পরে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠে। এ সময় দেশে নতুন সরকার গঠিত হয়। তখন সরকারের উদ্দেশ্য ছিল জনকল্যাণমুখী, সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাই সরকার বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন শিল্প-কারখানা, বাণিজ্যিক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। এর সাথে রাষ্ট্রীয় মালিকানায় বেশকিছু প্রতিষ্ঠান গড়ে তোলে। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান হলো – বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিভিশন প্রভৃতি।

Similar Posts