অংশীদারি ব্যবসায়ের দিক-নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
অংশীদারি ব্যবসায়ের দিক-নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের দিক-নির্দেশক হিসেবে কাজ করে।
চুক্তিপত্র অংশীদারি ব্যবসায়ের দিক-নির্দেশক হিসেবে কাজ করে।
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কাকে বলে? সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধন অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্ত করা হলো অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন। নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। এরপর তা যথাযথভাবে পূরণের পর নির্ধারিত ফি-সহ জমা দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। এতে নিবন্ধক কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে পত্র দিয়ে নিবন্ধনের বিষয় জানিয়ে দেন।…
সামাজিক পরিবেশের উপাদান গুলো কি কি? সমাজে বসবাস মানুষের সংখ্যা,, মূল্যবোধ, আচার-আচরণ, দেশীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস সামাজিক পরিবেশ গড়ে ওঠে।
যুব উন্নয়ন অধিদপ্তর কাকে বলে? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে, তাকে যুব উন্নয়ন অধিদপ্তর বলে। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত ও স্বল্পশিক্ষিত যুবকদের ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদিপশু পালন প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে।
বিজনেস প্রফিট কাকে বলে? ব্যবসায় আয় (Revenue) এবং ব্যবসার খরচের (Costs) পার্থক্যকে ব্যবসায় মুনাফা বা Business Profit বলে।
কার্যপত্র বা ওয়ার্কশিট কি Worksheet বা কার্যপত্র হিসাবচক্রের একটি ঐচ্ছিক ধাপ। এটি তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো বাধ্যবাধকতা নেই। কার্যপত্র সাধারণত বড় ধরনের কারবার প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। কার্যপত্র কাকে বলে যেকোনো কারবার প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে প্রাপ্ত বিভিন্ন লেনদেন হতে বিভিন্ন প্রকার আয় ব্যয়, সম্পত্তি, দায় নিয়ে হিসাববিকাশের একটি বহুঘর বিশিষ্ট প্রাথমিক খসড়াপত্রকে কার্যপত্র বা ওয়ার্কসিট বলে। নিম্নে বিভিন্নভাবে বিভিন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা…
সমবায়ের প্রধান নীতিটি ব্যাখ্যা কর। সমবায়ের প্রধান নীতিটি হলো একতা। এ নীতির ভিত্তিতে সমবায় ব্যবসায়ের উৎপত্তি হয়েছে। সমমনা, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণির লোকদের একতাই হলো এ নীতির মূলকথা। প্রত্যেক সমবায় সদস্যকে বুঝতে হয় একতাই বল। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক।