প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?
প্রধানত ক্রোমাটোগ্রাফিকে কত ভাগে ভাগ করা হয়?
পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
পৃথকীকরণের কৌশলের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়।
বায়ু শূন্যকরণ কি? পাত্র থেকে বায়ু বের করার ব্যবস্থাকে বায়ু শূন্যকরণ বলে।
ওয়েল অব ভিট্রিয়ল কাকে বলে? অতি প্রাচীনকালে রসায়নবিদগণ যৌগের নামকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌগের ইতিহাসের উপর নির্ভর করতেন, সে যৌগটি জৈব যৌগ হোক আর অজৈব যৌগ থাকে। যেমন আলকেমী জাবীর ইবনে হাইয়ান অষ্টম শতাব্দীতে গ্রিন ভিট্রিয়লকে পাতন করে যে গ্যাস পেয়েছিলেন তাকে পানিতে দ্রবীভূত করে সালফিউরিক এসিড প্রস্তুত করেন। এ এসিডটি দেখতে তেলের মতো এবং গ্রিন…
মরিচার সংকেত লিখ মরিচার সংকেত হলো Fe2O3·nH2O. মরিচা কি? আর্দ্র আয়রন (III) অক্সাইডকে মরিচা বলে। যার সংকেত হলো Fe2O3·nH2O লোহায় মরিচা ধরার কারণঃ লোহা শক্ত কিন্তু মরিচা ভঙ্গুর। বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার অক্সাইড নামক এক প্রকার রাসায়নিক পদার্থে পরিণত হয়। এই রাসায়নিক পদার্থের কারণেই লোহায় মরিচা ধরে।
ইমালসন পলিমারাইজেশন কাকে বলে? ইমালসন পলিমারাইজেশন হল একটি মৌলিক পলিমারাইজেশনের একটি প্রকার যা সাধারণত জল, মোনোমার এবং স্রেফট্যান্টের সাথে মেশে একটি ইমালসেশন দিয়ে শুরু হয়। ইমালসন পলিমারাইজেশনের সবচেয়ে সাধারণ প্রকার হল একটি তেল-ইন-ওয়াটার ইমালসন, যেখানে একধরনের পানির তলদেশে মোনোমারে (তেল) স্রাব (স্রেফট্যান্টস) দিয়ে থাকে। জল-দ্রবণীয় পলিমারগুলি, যেমন নির্দিষ্ট পলিভিনাইল অ্যালকোহল বা হাইড্রক্সাইটিস সেলুলোজেসগুলি, এটিও ইমুলিফাইয়ার…
স্থূল সংকেত কি? যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যে সংকেত দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6 হলে স্থূল সংকেত CH
শক্তিস্তর কি? পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে তারা নির্দিষ্ট শক্তিসম্পন্ন কতগুলো স্থায়ী কক্ষপথে কোনোরূপ শক্তি বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলে।