সম্বন্ধ পদ কাকে বলে?
সম্বন্ধ পদ কাকে বলে?
ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ বলে।
যেমন- আসিয়ার ভাই বাড়ি যাবে। এখানে ‘আসিয়ার’ সঙ্গে ‘ভাই’-এর সম্পর্ক আছে, কিন্তু ‘যাবে’ ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই।
জ্ঞাতব্যঃ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ পদকে কারক বলা হয় না।
সম্বন্ধ পদের বিভক্তি
ক) সম্বন্ধ পদের ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে। যথাঃ আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই)।
খ) সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার > কের বিভক্তি যুক্ত হয়। যথা-
আজি + কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)
কালি + কার = কালিকার > কালকার > কালকের (ছেলে)।
কিন্তু ‘কাল’ শব্দের উত্তর শুধু ‘এর’ বিভক্তিই যুক্ত হয়।
যেমন- কাল + এর = কালের। বাক্যঃ সে কত কালের কথা।