পেটেন্ট কাকে বলে?

পেটেন্ট কাকে বলে?

নতুন আবিষ্কৃত পণ্যের ওপর আবিষ্কারক একক অধিকার অর্জনের জন্য সরকারের সাথে যে চুক্তি করেন, তাকে পেটেন্ট বলে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কৃত পণ্যের একক মালিকানা আবিষ্কারককে দেওয়া হয়। এ সময়ের মধ্যে অন্য কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রি করতে পারে না। কোনো অসাধু ব্যবসায়ী এটি নকল করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। পেটেন্ট চুক্তি মূল উদ্ভাবনকারীকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে।

Similar Posts