বিমা বলতে কী বোঝায়? প্রিমিয়াম কী? অগ্নি বিমা কী?

বিমা বলতে কী বোঝায়?

বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তি, যেখানে বিমাকারী নির্দিষ্ট বিনিময়ে বিমাগ্রহীতাকে ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকির বিপক্ষে আর্থিক নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেয়।

এটি মানুষের ভবিষ্যৎ আর্থিক অনটন ও অন্যান্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করে। বিমাগ্রহীতা ব্যক্তির নিজের বা তার সম্পদের নির্দিষ্ট ক্ষতি সংঘটিত হলে চুক্তি অনুযায়ী বিমাকারী বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দেয় এতে বিমাগ্রহীতা আর্থিক নিরাপত্তা পায়।

বিমা কী?

বিমা হলো নির্দিষ্ট ঝুঁকি বা অনিশ্চয়তা থেকে ভবিষ্যতের ক্ষতির বিপক্ষে প্রতিরক্ষামূলক ব্যবস্থা।

প্রিমিয়াম কী?

ঝুঁকি নেওয়ার বিনিময়ে বিমাগ্রহীতা কর্তৃক বিমাকারীকে যে অর্থ দেওয়া হয়, তাই প্রিমিয়াম।

অগ্নি বিমা কী?

পণ্যের অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে, প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা করা হয় তাকে অগ্নিবিমা বলে।

বিমা প্রিমিয়াম কাকে বলে?

ঝুঁকি নেওয়ার বিনিময়ে বিমাগ্রহীতা কর্তৃক বিমাকারীকে যে অর্থ দেওয়া হয়, তাই বিমা প্রিমিয়াম।

বিমাগ্রহীতা তার জীবন ও সম্পদের ঝুঁকি বিমাকারীর ওপর অর্পণ করেন। এক্ষেত্রে বিমা প্রিমিয়াম একটি প্রতিদান হিসেবে বিবেচিত হয়। বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বিমা প্রিমিয়াম দিয়ে থাকে।

Similar Posts