মেধাসম্পদ কী? বিশ্ব মেধাসম্পদ দিবস কত তারিখ?
মেধাসম্পদ কী?
মেধা ও মন দ্বারা সৃষ্ট কাজ হলো মেধাসম্পদ।
বিশ্ব মেধাসম্পদ দিবস কত তারিখ?
বিশ্ব মেধাসম্পদ দিবস হলো ২৬ শে এপ্রিল।
মেধা ও মন দ্বারা সৃষ্ট কাজ হলো মেধাসম্পদ।
বিশ্ব মেধাসম্পদ দিবস হলো ২৬ শে এপ্রিল।
সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়টি কী? রাষ্ট্রীয় ব্যবসায় সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এ ব্যবসায় রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ কিংবা জাতীয় সংসদে বিশেষ আইন পাসের মাধ্যমে গঠিত হয়। এ ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসায় থেকে অর্জিত মুনাফা সরকারি কোষাগারে জমা হয়। বাংলাদেশ রেলওয়ে, ডাক বিভাগ, বাংলাদেশ বিমান প্রভৃতি রাষ্ট্রীয় ব্যবসায়ের…
1. দীর্ঘমেয়াদি চুক্তির ক্ষতিগুলো কি কি? উত্তর : দীর্ঘ মেয়াদি চুক্তিতে দু’ধরনের ক্ষতি সংঘটিত হতে পারে। যেমন- ক. লাভজনক চুক্তির চলতি সালের ক্ষতি (Loss in the current period on a profitable ১টি contract); খ. অলাভজনক চুক্তির ক্ষতি ( Loss on an অর্থ unprofitable contract. 2.সরবরাহের পর আয় চিহ্নিতকরণ কি? উত্তর : যেসব ক্ষেত্রে নগদ অর্থ…
শ্রমঘন শিল্প বলতে কী বোঝ? শ্রমের আধিক্যতা হলো শ্রমঘন। মূলত কায়িক শ্রমের ওপর নির্ভর করে গড়ে ওঠে এমন শিল্প হলো শ্রমঘন শিল্প। ক্ষুদ্র ও কুটির শিল্পে বেশি সংখ্যক শ্রমিক ব্যবহারের প্রয়োজন বলে এটিকে শ্রমঘন শিল্প বলা হয়। অনুন্নত ও উন্নয়নশীল দেশে শ্রমঘন শিল্পের উপস্থিতি বেশি।
আবশ্যকীয় পণ্য কাকে বলে? প্রতিনিয়ত আমাদের বাসা-বাড়িতে বা চলতে ফিরতে প্রয়োজন হয় এমন পণ্যই আবশ্যক পণ্য। দোকানে দেখার আগেই ক্রেতা এরূপ পণ্যের প্রয়োজন বোধ করে। চাল, ডাল, কলম, কাগজ, মাছ, গোশত, তৈল, সাবান ইত্যাদি এ ধরনের পণ্য।
শেয়ার কী? কোম্পানির মূলধনের সমান ও ক্ষুদ্র অংশের প্রতিটি একককে শেয়ার বলে। ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলার এর কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে। উৎসের ভিত্তি করে মূলধন দু’রকম হয়ে থাকে। যথাঃ…
নগদ বাজেট তৈরি করা হয় কেন? নগদের প্রকৃত অবস্থা জানার জন্য নগদ বাজেট তৈরি করা হয়। এ বাজেটে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে নগদ প্রাপ্তি ও পরিশোধের তুলনামূলক পূর্বানুমান করা হয়। এতে আর্থিক পরিকল্পনা করার সময় প্রকল্পের নগদ প্রবাহ উল্লেখ করা প্রয়োজন। নগদ বাজেটের কাজ হলো নির্দিষ্ট সময়ের নগদ অর্থের উদ্বৃত্ত বা ঘাটতির পরিমাণ সম্পর্কে উদ্যোক্তা…