পেটেন্ট কেন প্রয়োজন?
পেটেন্ট কেন প্রয়োজন?
নতুন কোনো উদ্ভাবিত জিনিস, বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার, বিক্রি বা উন্নয়ন করার ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদনকৃত একচ্ছত্র অধিকার হলো পেটেন্ট।
আবিষ্কারককে নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এ সময়ের মধ্যে কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রি করতে পারে না। পেটেন্ট অসাধু ব্যবসায়ী কর্তৃক বিধি লঙ্ঘন করে বাজারে নকল পণ্য বিক্রি রোধ করে। এটি উদ্ভাবনকারীকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে।