কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্পের উদাহরণ

কুটির শিল্প কাকে বলে?

পারিবারিক পরিবেশে স্বল্প মূলধন ও নিজস্ব কারিগরি জ্ঞানের সাহায্যে পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচালিত শিল্প হলো কুটির শিল্প।

যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ জনের বেশি নয় তাকে কুটির শিল্প বলে।

স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। ছোট জায়গা, স্বল্প মূলধন ও কারিগরি জ্ঞান নিয়ে সহজেই কুটির শিল্প স্থাপন করা যায়। এরূপ শিল্প স্থাপনের ফলে কর্মসংস্থাপনের সুযোগ সৃষ্টি হয়।

 

কুটির শিল্পের উদাহরণ

  • কামার কাঁচি, কাস্তে, হাতুড়ি বানায়।
  • ঘরে বসে জামাকাপড় তৈরি করা।
  • কাগজের ঠোঙ্গা বানানো।
  • ঘরে বসে পুতুল বানানো।
  • বাঁশ ও বেতের ঝড়া বানানো।
  • কুমোর মাটির জিনিসপত্র তৈরি করে।
  • কাঠের মিস্ত্রি কাঠের আসবাবপত্র বানায়।
  • সোনার দোকানি সোনার জিনিসপত্র বানায়।

Similar Posts