পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট

পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট

1. ব্যবসায়ের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে –

  1. পণ্যের বিক্রয় খরচ
  2. পণ্যের মোট ব্যয়
  3. পণ্যের বিক্রয়মূল্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:  B,C

 

2. পরোক্ষ খরচ ব্যবসায়ের –

  1. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয়
  2. উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায়
  3. সহায়ক কার্যের নিমিত্তে ব্যয়িত হয়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর: A,C

 

3. কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?

  1. তুলা
  2. সুতা
  3. কাপড়
  4. কাপড়ের রং
সঠিক উত্তর:  B

 

4. বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?

  1. বাঁশ ও নলখাগড়া
  2. কলম
  3. কাগজ
  4. সুতা
সঠিক উত্তর: C

 

5. ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরসারি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়?

  1. বিক্রয়মূল্য
  2. মুখ্য ব্যয়
  3. ক্রয়মূল্য
  4. মোট ব্যয়
সঠিক উত্তর: C

 

76. একজন ইট প্রস্তুতকারকের মাটি ক্রয় ৮০,০০০ টাকা, বহন খরচ ২০,০০০ টাকা, অফিস ভাড়া ৬,০০০ টাকা, আপ্যায়ন ২,০০০ টাকা, শ্রমিকের মজুরি ২০,০০০ টাকা ও জ্বালানি ৫,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত হবে?

  1. ১২০০০০ টাকা
  2. ১২৫০০০ টাকা
  3. ১২২০০০ টাকা
  4. ১২৪০০০ টাকা
সঠিক উত্তর: B

 

7. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে বলা হয় –

  1. আন্তঃপরিবহন
  2. বর্হিমুখী বহন খরচ
  3. বিক্রয় পরিবহন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:  B,C

 

8. ক্রয়কৃত পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়?

  1. মোট বিক্রয়মূল্য
  2. নিট মুনাফা
  3. মোট ব্যয়
  4. প্রত্যক্ষ খরচ
সঠিক উত্তর: C

 

9. উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?

  1. মোট বিক্রয়মূল্য
  2. নিট বিক্রয় ব্যয়
  3. মোট উৎপাদন ব্যয়
  4. মোট ব্যয়
সঠিক উত্তর:  D

 

10. শিল্প কারখানার কয়টি ক্ষেত্রে উৎপাদন ব্যয় অত্যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর: C

 

 

Similar Posts