মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর নৈতিক গুণ। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যে সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ বিক্রয়কর্মী নানা গুণে গুণান্বিত হন। ক্রেতার সাথে মেলামেশার ক্ষমতা সেসব গুণের মধ্যে অন্যতম। তাই বিক্রয়কর্রীর মেলামেশার ক্ষমতা থাকলে তিনি সহজেই ক্রেতাদের আপন করে নিতে পারেন। এছাড়া, তার এ ধরনের গুণ স্থায়ী গ্রাহক সৃষ্টিতে সহায়তা করে।