সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার পার্থক্য কী?

সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার পার্থক্য কী?

সমর্থনমূলক ও সংরক্ষণমূলক সহায়তার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

নং সমর্থনমূলক  সংরক্ষণমূলক
 ১ যে সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপন, পরিচালনা, সম্পদের ব্যবহার ও বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সাহায্য করে, তা সমর্থনমূলক সহায়তা। ব্যবসায় কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনার পথে বাধা দূর করতে যে সহায়তা দেওয়া হয় তা সংরক্ষণমূলক সহায়তা।
 ২ সমর্থনমূলক সহায়তার মাধ্যমে উদ্যোক্তা তার আশাকে বাস্তবে রূপদান করেন। ব্যবসায় স্থাপনের পরে প্রতিষ্ঠানকে বাধা থেকে রক্ষা করে সংরক্ষণমূলক সহায়তা।
 ৩ উদাহরণঃ ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ প্রভৃতি। উদাহরণঃ পণ্যমান নিয়ন্ত্রণ, অর্থসংক্রান্ত সহায়তা ব্যবসায় আধুনিকরণ প্রভৃতি।