পানি কাচ নল বেয়ে উপরে উঠে, পারদ মুক্ত তল থেকে নল বেয়ে নিচে নামে কেন?

পানি কাচ নল বেয়ে উপরে উঠে, পারদ মুক্ত তল থেকে নল বেয়ে নিচে নামে কেন?

পানি কাচনল বেয়ে ওপরে উঠে, পারদ মুক্ত তল থেকে নল বেয়ে নিচে নামে। কারণ পানি কাচনলকে ভিজিয়ে দেয় যে সকল তরল কাচ নলকে ভিজিয়ে দেয় তাদের বেলায় নলের ভেতরকার তরলের তল পাত্রের তরলের মুক্ত তলের চেয়ে উপরে ওঠে যায় অর্থাৎ তরলের ঊর্ধ্বারোহণ বা অধিক্ষেপণ হয়।

আবার, পারদ কাচ নলকে ভিজায় না, যে সকল তরল কাচ নলকে ভিজায় না তাদের বেলায় কাচ নলের ভেতরকার তরল মুক্ত তলের নিচে নেমে আসে অর্থাৎ অবনমন বা অবক্ষপ হয়। এই অভিক্ষেপ বা অবক্ষেপকে কৈশিকতা বলে। পৃষ্ঠটানের কারণে এরূপ হয়।

Similar Posts