রাজনীতি
1 min read

সামনে নির্বাচন তাই চালের দাম বাড়তে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য সংকটের কোনো চিন্তা করতে হবে না। সামনে নির্বাচন তাই চালের দাম বাড়তে দেওয়া হবে না।

আজ রবিবার ১৫ মে সন্ধ্যায় সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, হাওরের কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতে ও দামের ব্যালেন্স করার জন্যই সরকারিভাবে ধান কেনা হচ্ছে। কৃষকদের হয়রানি ছাড়াই ধান কেনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, কৃষক যেন সম্মানের সঙ্গে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারেন।

এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, ডিলার ও মিলাররা উপস্থিত ছিলেন।

Rate this post