মাত্রার সমীকরণের সংজ্ঞা / মাত্রার সমীকরণ কাকে বলে
মাত্রার সমীকরণের সংজ্ঞা
যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে।
যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে।
নিম্ন চাপ কাকে বলে? যদি কোন এলাকায় চারপাশের তুলনায় বায়ুর চাপ কম থাকে, তবে সে অবস্থাকে বলা হয় নিম্নচাপ। বায়ুর স্বাভাবিক চাপ 76 cm পারদস্তম্ভের সমান । কোনো জায়গার বায়ুর তাপমাত্র বৃদ্ধি পেলে সেখানকার বায়ু হালকা হয় । ফলে সেখানকার বায়ুর চাপ কমে 76 cm পারদস্তম্ভের নিচে নেমে যায় । একেই নিম্ন চাপ বলে ।
গ্যালিলীওর রূপান্তর সমীকরণ কী? সময়কে সার্বভৌম গণ্য করে, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণসমূহকে গ্যালিলীও রূপান্তর সমীকরণ বলা হয়।
শক্তি কি? কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।
সরল রৈখিক গতি কাকে বলে? মসৃণ মেঝের উপর গড়িয়ে দেওয়া মার্বেলের গতি, উপর থেকে ছেড়ে দেওয়া বস্তুর পৃথিবীর আকর্ষণে মাটিতে পড়ার গতি – রৈখিক গতি। অর্থাৎ যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন বস্তুর ঐ গতিকে সরল রৈখিক গতি বলে।
গতি জড়তা কাকে বলে? গতিবেগের দরুণ কোনো বস্তু যে জড়তা অর্জন করে তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।
সংঘর্ষ কাকে বলে? অতি অল্প সময়ের জন্য কোনো বৃহৎ বল ক্রিয়া করে গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে সংঘর্ষ বলে। সংঘর্ষ দুই প্রকার। যথাঃ ১) স্থিতিস্থাপক সংঘর্ষ এবং ২) অস্থিতিস্থাপক সংঘর্ষ।