সব দোলক সরল দোলক নয়?
সব দোলক সরল দোলক নয়?
সরল দোলকের ক্ষেত্রে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে পাকহীন হালকা সরু সুতার সাহায্যে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়। এ দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার 4° এর মধ্যে হতে হবে। যেসব দোলকের কৌণিক বিস্তার 4° এর বেশি, সেসব দোলক সরল দোলক নয়।
অর্থাৎ কৌণিক বিস্তারের সীমাবদ্ধতার কারণে সব দোলক সরল দোলক নয়।