সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য

সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য

সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলোঃ

নং সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ
 ১ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে বাষ্পের পরিমাণ সর্বাধিক থাকলে তা যে সর্বাধিক চাপ দেয়, তাই সম্পৃক্ত বাষ্পচাপ। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বাষ্পের পরিমাণ সর্বাধিকের চেয়ে কিছু কম থাকলে তা যে চাপ দেয় তা অসম্পৃক্ত বাষ্পচাপ।
 ২ এটি আবদ্ধ স্থানে তৈরি হয়। এটি আবদ্ধ বা খোলা যেকোনো স্থানে তৈরি হতে পারে।
 ৩ সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মানে না। অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে।
 ৪ তাপমাত্রা বৃদ্ধি করে এটিকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। তাপমাত্রা কমিয়ে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়।