রেললাইনের একটি পাত অপর পাত অপেক্ষা বাঁকা স্থানে কিছুটা নিচু করে রাখা হয় কেন?

রেললাইনের একটি পাত অপর পাত অপেক্ষা বাঁকা স্থানে কিছুটা নিচু করে রাখা হয় কেন?

অনুভূমিক রাস্তায় গাড়ি বাঁক নিলে রাস্তা ও গাড়ির চাকার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল চাকার ক্ষতি করে। এই শক্তি কমাবার জন্য এবং গাড়ি ছিটকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রোধ করার জন্য প্রতিটি বাঁকে রাস্তার বাইরের দিকে ভেতর দিক অপেক্ষা উঁচু করা হয়। এ কারণে, রেললাইনের পাতগুলো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য একটি পাত অপর অপেক্ষা বাঁকা স্থানে কিছুটা নিচু করা হয়। ফলে ট্রেন চলাচল অধিকতর নিরাপদ হয়।

Similar Posts