গাণিতিক গড় কাকে বলে? গাণিতিক গড়ের সুবিধা | গাণিতিক গড়ের অসুবিধা | গাণিতিক গড়ের ব্যবহার
গাণিতিক গড় কাকে বলে?
গণিতের সূত্র ব্যবহার করে গড় পরিমাপ করাকে গাণিতিক গড় বলে। এক্ষেত্রে গড় নির্ণয়ে প্রাপ্ত তথ্যকে সংখ্যা বানিয়ে গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়।
গাণিতিক গড়ের সুবিধা
- গাণিতিক গড় সহজ পরিমাপক
- অশ্রেণীকৃত তথ্য থেকে সহজে গাণিতিক গড় নির্ণয় করা যায়।
- গাণিতিক গড় গাণিতিক ও বীজগাণিতিক প্রক্রিয়া আরোপের উপযোগী।
- গাণিতিক গড়ের ব্যবহার সর্বাধিক।
- নমুনার তারতম্য হলেও গাণিতিক গড় কম প্রভাবিত হয়।
গাণিতিক গড়ের অসুবিধা
- গাণিতিক গড় অনুমানের উপর নির্ণয় করা যায় না।
- যেসব তথ্য মান খুব বড় এবং খুব ছোট মিশ্রিত সেসব ক্ষেত্রে গাণিতিক গড় সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে না।
- তথ্যসমূহের সীমারেখা জানা না থাকলে গড় নির্ণয় করা সম্ভব নয়।
- গ্রাফের মাধ্যমে গাণিতিক গড় নির্ণয় করা যায় না।
- গাণিতিক গড় এমন একটি সংখ্যা মান হতে পারে যা তথ্য সমূহে বিদ্যমান নয়।
গাণিতিক গড়ের ব্যবহার
ব্যবহারিক জীবনে গাণিতিক গড়ের ব্যবহার বিস্তৃত। তাছাড়া ব্যবহারিক প্রয়োজনে প্রতি ক্ষেত্রেই গাণিতিক গড়ের ব্যবহার অনস্বীকার্য। যেমন, মাসিক গড় আয়, গড় লেনদেন, কোম্পানির হিসাব-নিকাশ, কোন পণ্যের গড় আমদানী রপ্তানীর ও পন্যের চাহিদা ইত্যাদিতে গাণিতিক গড় ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়।