স্বীকার্য কাকে বলে?
স্বীকার্য কাকে বলে?
পুনঃকৃত অভিজ্ঞতার আলোকে সংগৃহীত ডাটা থেকে আহরিত কিছু নীতি যা ভৌত ও অন্যান্য প্রাকৃতিক বৈজ্ঞানিক তত্ত্বসমূহের ভিত্তি স্থাপন করে, তাকে স্বীকার্য বলে।
পুনঃকৃত অভিজ্ঞতার আলোকে সংগৃহীত ডাটা থেকে আহরিত কিছু নীতি যা ভৌত ও অন্যান্য প্রাকৃতিক বৈজ্ঞানিক তত্ত্বসমূহের ভিত্তি স্থাপন করে, তাকে স্বীকার্য বলে।
কেলভিন কাকে বলে? কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এস.আই একক হচ্ছে কেলভিন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 কে 1K বা এক কেলভিন বলা হয়।
ফারেনহাইট স্কেল কাকে বলে? যে স্কেলে বরফ বিন্দুকে 32° এবং স্টিম বিন্দুকে 212° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয় সেই স্কেলকে ফারেনহাইট স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট (1°F) বলা হয়।
ভূ-তাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়? ভূ-তাপীয় শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। প্রচন্ড তাপে ভূ-অভ্যন্তরের শীলাখন্ড গলে ম্যাাগমায় পরিণত হয় যা ভূ-তাত্বিক পরিবর্তনের ফলে ভূ-পৃষ্ঠের খানিক নিচে জমা হয়। এই ম্যাগমা ভূগর্ভের পানিকে বাষ্পে পরিণত করে। পাইপের মাধ্যমে এই বাষ্পকে উচ্চ চাপে বের করে এনে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
অবতলোত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের একটি তল উত্তল ও অপরটি অবতল তাকে অবতলোত্তল লেন্স বলে।
স্কেলার ক্ষেত্র কি? কোনো স্থানের কোনো এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি স্কেলার রাশি বিদ্যমান থাকে, তাকে ঐ অঞ্চলকে ঐ রাশির স্কেলার ক্ষেত্র বলে।
মন্দন কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগ হ্রাসের হারকে মন্দন বলে।