ব্যবসায় জোট কাকে বলে?

ব্যবসায় জোট কাকে বলে?

পারস্পরিক ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করে অধিক মুনাফা অর্জনের আশায় কতকগুলো ব্যবসায় বা কোম্পানি কেন্দ্রিয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে ব্যবসায় জোট বলে।

ব্যবসায় জোট এর মূল উদ্দেশ্য হলো, বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখা। ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি ইত্যাদি এরূপ জোটের বিভিন্ন রূপ। এরূপ ব্যবসায়ের ফলে ব্যবসায়ীগণ আর্থিকভাবে লাভবান হলেও এর বড় অসুবিধা হলো – এর মাধ্যমে একচেটিয়া ব্যবসায়ের উত্থান ঘটে, ফলে জনগণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয় এবং প্রতিযোগিতার পরিবেশ না থাকায় উৎপাদিত সামগ্রী ও সেবার মান নিম্নমুখী হয়।

Similar Posts