উৎপাদনের কাম্য মাত্রার অসুবিধা

উৎপাদনের কাম্য মাত্রার অসুবিধা

উৎপাদনের কাম্য মাত্রায় উৎপাদন করতে পারা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই প্রার্থিত। তাই এই পর্যায়ে যেয়ে উৎপদান করতে পারার মধ্যে অসুবিধা থাকার কথা নয়। তবে এক্ষেত্রে যে সকল অসুবিধা পরিদৃষ্ট হয় তা নিম্নরূপঃ

১) উৎপাদন ব্যয় সর্বনিম্ন হওয়ার বিষয়টি আপেক্ষিক ধারণা।

২) বিভিন্ন দিক বিবেচনা করে উৎপাদনের কাম্য মাত্রা নির্ধারণ প্রকৃতপক্ষেই জটিল।

৩) বিভিন্ন চলক; যেমন- কাঁচামাল, শ্রমিক ইত্যাদির মূল্য সর্বদায় পরিবর্তনশীল।

৪) পণ্যমূল্য সর্বদায় উঠানামা করায় তার ওপর নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করা যায় না।

 

৫) প্রতিযোগিতার বাজারে উৎপাদন ব্যয়ের চাইতে বাজার সুবিধা অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হয় ইত্যাদি।

Similar Posts