অংশীদারি ব্যবসায় সংগঠন কাকে বলে?
অংশীদারি ব্যবসায় সংগঠন কাকে বলে?
একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় সংগঠন করে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে।
চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনগত সত্তা না থাকা, অংশীদারদের চুক্তি সম্পাদনের যোগ্যতা, চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতি বণ্টন, পারস্পরিক দায়বদ্ধতা, অংশীদারদের সীমাহীন দায়, সহজেই বিলোপ ইত্যাদি এরূপ সংগঠনের বৈশিষ্ট্য।
অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলো হলো – আইনগত ঝামেলা মুক্ত, একমালিকানা সংগঠনের চেয়ে অধিক মূলধন, ঝুঁকি বণ্টন ইত্যাদি। তবে এ সংগঠনের বেশ কিছু অসুবিধাও আছে, এগুলো হলো – পৃথক কৃত্রিম সত্তার অভাব, সীমাহীন দায়, ঋণ গ্রহণে অসুবিধা, অনিচ্ছাকৃত বিলোপ ইত্যাদি।