মোট দেশজ উৎপাদন কাকে বলে?

মোট দেশজ উৎপাদন কাকে বলে?

কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে যে সব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। দেশজ বা দেশীয় শব্দ ব্যবহারের কারণে এটি দেশীয় ভৌগলিক সীমারেখার মধ্যকার উৎপাদনকে নির্দিষ্ট করেছে। একে মোট অভ্যন্তরীণ উৎপাদন নামেও অভিহিত করা হয়ে থাকে। মোট দেশজ বা দেশীয় উৎপাদন হিসাব করার সময় দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপানকেও হিসাবে নেয়া হয়ে থাকে।