নীট জাতীয় উৎপাদন কাকে বলে?

নীট জাতীয় উৎপাদন কাকে বলে?

মোট জাতীয় উৎপাদন যখন হিসাব করা হয় তখন দেশের সকল মানুষের যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী একটা আর্থিক বছরে উৎপাদন করে তার মূল্যকে হিসাবে নেয়া হয়। কিন্তু এই উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ; যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা ইত্যাদির অবচয়জনিত ব্যয় বাদ দেয়া হয় না। ফলে একটা বিল্ডিং উৎপাদন হলো তার আর্থিক মূল্য হিসাবে দেখানোর কারণে জাতীয় উৎপাদন বাড়লো। কিন্তু বছর শেষে এর মূল্য যে কমছে সেটা হিসাবে বাদ না দিলে দেখা যাবে একটা দেশের মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই নীট জাতীয় উৎপাদন বলে।

Similar Posts