আমলাতন্ত্রের জনক কে?
আমলাতন্ত্রের জনক কে?
আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার।
আমলাতন্ত্রের জনক হলেন জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার।
পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান? পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই শাস্ত্র নাগরিকের অধিকার, কর্তব্য, মৌলিক প্রতিষ্ঠানাদি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics। ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ হতে ইংরেজি Civics শব্দটি উৎপত্তি লাভ…
পৌরনীতি শব্দের উৎপত্তি পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো Civics। ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ হতে ইংরেজি Civics শব্দটির উৎপত্তি হয়েছে। এদের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি নাগরিক ও নগররাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান। মূলগত অর্থে পৌরনীতি বলতে নগররাষ্ট্র এবং নাগরিকের…
পদসোপান নীতি বলতে কী বোঝ? ‘পদসোপান’ আমলাতন্ত্রের একটি পদানুক্রম শ্রেণিবিন্যাস। আমলাতন্ত্রে পদসোপান নীতি অনুযায়ী সকল পদের শ্রেণিবিন্যাস করা হয়। এ পদসোপান উর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নস্তরে কর্মকর্তা অবস্থান করে। নিম্নস্তরের কর্মকর্তা ঊর্ধ্বস্তরের কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমলাতন্ত্রে নিম্নস্তরের কর্মচারীর উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। আমলাতন্ত্রে পদসোপানের ভিত্তিতেই শাসনব্যবস্থা পরিচালিত হয়।
ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ধর্মকে আইনের প্রাচীন উৎস। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। কারণ একজন শাসকের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুশাসন প্রয়োগ করে। পরবর্ততীতে সেসব ধর্মীয় অনুশাসন আইনে পরিণত হয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানদের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকর সংক্রান্ত…
ই-গভর্নেন্স বলতে কী বোঝায় ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌছানোকে ই-গভর্নেন্স বলে। ই-গভর্নেন্সের (e-governance) মূল উদ্দেশ্য হলো তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়ন করা। এছাড়া তথ্যভিত্তিক সমাজ গঠন করে জনগণকে সরকারি কার্যক্রমে সম্পৃক্ত করা, নাগরিকদের রাষ্ট্রীয় শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করা, জবাবদিহিমূলক সরকারব্যবস্থা গড়ে তোলা, প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দেওয়া,…
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়? চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে…