আইনের উৎসসমূহের বর্ণনা দাও।

আইনের উৎসসমূহের বর্ণনা দাও।

আইনের উৎস বিবিধ। জন অস্টিনের মতে, আইনের উৎস হলো কেবলই সার্বভৌমের আদেশ। ওপেনহেইম জনমতকেও আইনের উৎস হিসেবে মনে করেছেন। সাধারণভাবে যেসব উৎস হতে আইনের উৎপত্তি ঘটে থাকে সেসব হলো- প্রথা, ধর্ম, সংবিধান, আইনসভা, বিচার বিভাগীয় রায়, ন্যায়পরায়ণতা আইনবিদদের আলোচনা ও লিখিত বই, নির্বাহী ঘোষণা, বৈদেশিক চুক্তি ইত্যাদি।

Similar Posts