সুনাগরিকতার গুণাবলি সম্পর্কে আলোচনা কর।
সুনাগরিকতার গুণাবলি সম্পর্কে আলোচনা কর।
সুনাগরিকতার গুণ প্রধানত তিনটি – বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। আমাদের মাঝে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে এবং এর সাহায্যে সে ন্যায় – অন্যায়, সৎ-অসৎ বুঝতে পেরে অসৎ ও অন্যায় থেকে বিরত থাকে এবং যিনি বৃহৎ স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে তিনিই সুনাগরিক।