পদসোপান নীতি বলতে কী বোঝ?

পদসোপান নীতি বলতে কী বোঝ?

‘পদসোপান’ আমলাতন্ত্রের একটি পদানুক্রম শ্রেণিবিন্যাস। আমলাতন্ত্রে পদসোপান নীতি অনুযায়ী সকল পদের শ্রেণিবিন্যাস করা হয়। এ পদসোপান উর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নস্তরে কর্মকর্তা অবস্থান করে। নিম্নস্তরের কর্মকর্তা ঊর্ধ্বস্তরের কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমলাতন্ত্রে নিম্নস্তরের কর্মচারীর উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ-নির্দেশ মেনে চলেন। আমলাতন্ত্রে পদসোপানের ভিত্তিতেই শাসনব্যবস্থা পরিচালিত হয়।

Similar Posts