পৌরনীতি

E-Governance বলতে কী বোধ?

1 min read

E-Governance বলতে কী বোধ?

ই-গর্ভন্যান্স বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ অতি সহজে তাৎক্ষণিকভাবে পেতে পারে। অন্যদিকে, জনগণের কোনো তথ্য, পরামর্শ বা সুপারিশও সরকার সহজে পেতে পারে। ই-গর্ভন্যান্স সরকারি তথ্যভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করে। এ ব্যবস্থায় তথ্য  আদান-প্রদান কেবল সরকার ও নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং সরকারের সাথে অন্য রাষ্ট্রের সরকারেরও যোগাযোগ ও তথ্য আদান-প্রদান হয়ে থাকে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x